মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


ফিলিস্তিন ভূ-খণ্ডে কোনো ফিলিস্তিন রাষ্ট্র হতে পারবে না: ইসরাইলি মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

এবার ফিলিস্তিন ভূ-খণ্ডের বাইরে ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দিলো ইসরাইলের সমাজকল্যাণ মন্ত্রী গিলা গামলিয়েল।

মিসর সফররত এ মন্ত্রী মিসরের সিনাই উপত্যকায় একটি ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছেন।

তিনি বলেন, তার সরকার এমন একটি প্রস্তাব খুব শীঘ্রই উত্থাপন করবেন।

ইসরাইলের লিকুদ পার্টির নেতা গিলা বলেন, তার প্রস্তাব হয়তো আন্তর্জাতিক মহল ও ইসরাইলের আরব প্রতিবেশীরা গ্রহণ করবে না। কিন্তু তা ইসরাইলের ঐতিহাসিক অধিকারের অধিক সংগতি পূর্ণ।

তিনি আরও বলেন, যে কোনো ফিলিস্তিন রাষ্ট্র ইসরাইলের জন্য হুমকি স্বরূপ। জর্ডান নদী ও ভূ-মধ্য সাগর তীরে কোনো ফিলিস্তিন রাষ্ট্র কখনোই গ্রহণযোগ্য নয়। ফিলিস্তিন যদি হয়ও তা হতে হবে কোনো আরব দেশের সীমানায়। যেমন সিনাই উপত্যকা।

সূত্র : মিডল ইস্ট মনিটর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ