শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


জাতিসংঘের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বোর্ডের সদস্যপদ পেলো বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

বাংলাদেশ জাতিসংঘের নীতিনির্ধারণী সংস্থা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বোর্ডের (আইডিবি) সদস্য নির্বাচিত হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) অস্টিয়ার ভিয়েনায় জাতিসংঘের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ১৭তম সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়।

বাংলাদেশ প্রথমবারের মতো এ বোর্ডের সদস্য হলো।

জাতিসংঘের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীনে দুটি নীতিনির্ধারণী সংস্থার একটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বোর্ড (আইডিবি)।

ভিয়েনা থেকে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইডিবির ৫৩ সদস্য চার বছরের মেয়াদে নির্বাচিত হয়। তারা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কর্মকাণ্ড মনিটর করে এবং সুপারিশমালা প্রদান করে।

এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে ফিলিপাইন, সৌদি আরব, ভারত, ইরান ও পাকিস্তানও আইডিবির সদস্য নির্বাচিত হয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ