মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


ভোটার দিবস পালন করবে ইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বছরের একটি নির্দিষ্ট দিনকে ভোটার দিবস হিসেবে পালন করার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। উদ্দেশ্য, ভোটার হওয়ার মতো প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটার হওয়ায় উদ্বুদ্ধ করা।

সোমবার (২৭ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, ‘বছরের একটি দিন ভোটার দিবস হিসেবে পালন করা হবে। দিবসটি পালন করা হবে এ দেশের জনগণকে যারা ভোটার হওয়ার যোগ্য তাদের ভোটার হওয়ার আগ্রহ সৃষ্টি করার জন্য। পৃথিবীর অন্যান্য অনেক দেশে এই ভোটার দিবস পালন করা হয়েছে থাকে।’

ভোটার দিবসের জন্য নির্দিষ্ট দিন ঠিক করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও নির্দিষ্ট কোনও দিন ঠিক করা হয়নি। আমরা পরে এজন্য দিন ঠিক করে কমিশন সভার সিদ্ধান্তের জন্য উপস্থাপন করবো। আজকে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ