শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


খতমে নবুওয়াত প্রশ্নে পাকিস্তানে বিক্ষোভ, নিহত ৬, আহত ২৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

নির্বাচনী শপথ থেকে রাসুল সা. এর খতমে নবুওয়াত সংক্রান্ত বাক্য বাদ দেয়ার চেষ্টা কথা আগেই জানা যায়। কিন্তু কে সংসদে সংশোধিত শপথ বাক্য উত্থাপনের চেষ্টা করে তা জানা যায় নি পূর্বে।

তদন্তের পর জানা যায়, ধর্মমন্ত্রী জাহিদ হামিদ এ প্রস্তাব উত্থাপনের সঙ্গে জড়িত।

নামপ্রকাশিত হওয়ার পর তার পদত্যাগ দাবিতে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়েছে। সরকার প্রশাসনকে সেনা মোতায়নের ক্ষমতা দিয়েছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে সেনা মোতায়ানের কথা শোনা যাচ্ছে।

চলমান এই বিক্ষোভে ইতোমধ্যে ৬ জন প্রাণ হারিয়েছে।

পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের অবস্থান ধর্মঘট ভেঙ্গে দিতে চেষ্টা চালায়। কয়েক সপ্তাহ ধরে এই ধর্মঘট চলছিল। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে যানবাহনে আগুন ধরিয়ে দেয়।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানো গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে মারে।

গত শনিবারের ওই সহিংসতায় অন্তত ছয় জন নিহত ও প্রায় ১শ ৯০ জন আহত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার শনিবার সন্ধ্যায় রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যাপ্ত সৈন্য মোতায়েনের অনুমতি দিয়েছে।

সূত্র : জিও নিউজ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ