শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


প্রথমবারের মতো জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি দুই নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে আফ্রিকার দেশ কঙ্গো যাচ্ছেন বাংলাদেশ বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক ও ফ্লাইট লেফটেন্যান্ট তামান্ন-ই-লুতফী।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন নারী বৈমানিক শান্তিরক্ষা মিশনে যোগ দিচ্ছেন। রোববার (২৬ অক্টোবর) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দুই বৈমানিকসহ বিমানবাহিনীর ৩৫৮ শান্তিরক্ষী কঙ্গো যাচ্ছেন। এঁদের মধ্যে ১১৫ সদস্য প্রথম কঙ্গোর উদ্দেশে ঢাকা ছাড়বে ২৯ নভেম্বর। অন্যরা পর্যায়ক্রমে যাবেন।

প্রসঙ্গত, কঙ্গোতে জাতিসংঘ মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর ১টি সি-১৩০ পরিবহন বিমান, ৬টি এমআই-১৭ হেলিকপ্টার সাপোর্ট ইকুইপমেন্টসহ মোতায়েন রয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ