সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

জাবিতে ৩ ছাত্রীর বিরুদ্ধে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রীর বিরুদ্ধে এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ওই তিন ছাত্রী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্র।

রোববার প্রক্টর ও বিভাগীয় সভাপতি বরাবর আলাদা দুটি লিখিত অভিযোগ করেন ওই ছাত্র।

লিখিত অভিযোগে ওই ছাত্র (১ম বর্ষ, ৪৬ ব্যাচ) জানান, ২২ নভেম্বর পুরাতন কলা ভবনের পিছনের নির্জন জায়গায় অভিযুক্তরা তাকে ডেকে নিয়ে যান। এক পর্যায়ে আপত্তিজনকভাবে শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শের মাধ্যমে তাকে যৌন নির্যাতন চালান এবং অশ্লীল ভাষায় বিভিন্ন কথা বলেন। এরপর অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেন।

অভিযুক্ত অর্থো বলেন, যৌন নিপীড়নের ঘটনা ঘটেনি, তবে সে সিনিয়রদের সাথে দুর্ব্যবহার করায় তাকে শাসন করা হয়েছে।

চারুকলা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ময়েজ উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। ক্যাম্পাসের বাইরে থাকায় খতিয়ে দেখতে পারিনি।

প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, আমি এখনো অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং যৌন নিপীড়ন বিরোধী সেলে পাঠিয়ে দেয়া হবে।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ