শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


খলিফায়ে মাদানী আল্লামা নোমান অসুস্থ; দেশবাসীর কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসহাব উদ্দিন
চট্টগ্রাম প্রতিনিধি

শাইখুল ইসলাম আল্লামা হোসাইন আহমদ মাদানী’র বিশিষ্ট খলিফা ও শাগরেদ আল্লামা নোমান  অসুস্থ হয়ে বর্তমানে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি চট্টগ্রাম নগরীর প্রাচীনতম মাদরাসা জামিয়া মোজাহেরুল উলূমে শিক্ষকতা দিয়ে কর্ম জীবন শুরু করেন। এরপর পুকুরিয়া, বড় কাটারা ও বান্দরবান মাদরাসায় শিক্ষকতা করেন। বর্তমানে এই প্রবীণ আলেমের বয়স ১০৫ বছর।

এই আলেম দারুল উলূম দেওবন্দে অধ্যায়ন শেষে  ৪ বছর হোসাইন আহমদ মাদানি’র খেদমতে ছিলেন। এ সময় তিনি খেলাফত প্রাপ্ত হন।

আল্লামা নোমান  ১৯১২ সালে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার আলমদর পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিক লেখা-পড়া রাহাত আলী স্কুলে শুরু করেন। তারপর জামিয়া আরাবিয়া জিরিতে জামাতে ছাহারুম (শরহে বেকায়া) পর্যন্ত পড়ে জামিয়া আহলিয়া হাটহাজারী ৪ বছর পড়েন। এরপর দেওবন্দে ২ বছর অধ্যায়ন করেছেন।

তার উল্লেখযোগ্য খলিফা হলেন, হাটহাজারীর মুফতি জসিম উদ্দিন, নানুপুর মাদরাসারর শাইখুল হাদীস আল্লামা শেখ আহমদ, আমীরুল ইসলাম ফারাদাবাদী।

আল্লামা মাদানীর  ১০৫ বছরের বয়োবৃদ্ধ এই খলিফার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আবেদন করেছেন উনার সাহেবজাদা মাওলানা বুরহান উদ্দীন।

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ