শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


অার্জেন্টিনায় ৪৪ জন ক্রু নিয়ে সাবমেরিন নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মাঈন উদ্দিন: ট্রেনিং মিশনে গিয়ে আর্জেন্টিনার একটি সাবমেরিন দশদিন ধরে নিখোঁজ রয়েছে। এআরএ সান জোয়ান নামের সাবমেরিনটির সঙ্গে নৌকতৃপক্ষের শেষ যোগাযোগ হয় ১৫ নভেম্ভর।

সাবমেরিনটিতে ৪৪ জন ক্রু ছিল। আন্তর্জাতিক প্রচেষ্টা সত্তেও, জীবিত ক্রুুদের খোঁজে পাওয়ার ব্যাপারে আত্মীয়রা নিরাশ হয়ে পরছে।

নৌবাহিনীর মুখপাত্র এনরিক বালবি বলেন, তাদের খুঁজে পাওয়ার ব্যাপারে আমরা একই সাথে আশাবাদি আবার নিরাশ।

নিখোঁজ ক্রুদের কোন কোন আত্মীয়-স্বজন দাবী করেছেন, সাবমেরিনটি সম্পূর্ণ ‍ ফিট ছিল না। তবে অার্জেন্টিনার নৌকতৃপক্ষ এই দাবিকে নাকচ করে।

সাবমেরিনটিতে মোট ৪৪ জন ক্রু ছিল । তাদের মধ্যে ৪৩ জন পুরুষ এবং ১ জন নারী।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ