শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


আর্থিক অনটনে সিনেমা প্রযোজকের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর্থিক অনটনে আত্মহত্যা করলেন সিনেমার প্রযোজক রবিউল ইসলাম প্রিন্স। ১৯৯৬ সালে তার প্রযোজিত ছবি ‘জীবন সংবার’ মুক্তি পায়।

চলমান সময়ে আর্থিক অনটনের মধ্যেই আত্মহত্যার পথ বেছে নিলেন প্রযোজক রবিউল ইসলাম প্রিন্স।

গত বুধবার মধ্যরাতে নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি।

প্রিন্সের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু চিত্রপরিচালক মোস্তাফিজুর রহমান বাবু আত্মহত্যার তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত বুধবার মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় প্রিন্স আত্মহত্যা করেছেন। কয়েকমাস ধরে আর্থিকভাবে ভীষণ হতাশাগ্রস্ত হয়ে পড়েন প্রিন্স। এছাড়া স্ত্রী এবং পুত্র শিশিরকে নিয়েও তিনি দীর্ঘদিন হতাশায় ভুগছিলেন।’

জানা গেছে, বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যে আসক্ত ছিলেন প্রিন্স। যার কারণে পারিবারিক ও বিভিন্ন মানুষের সঙ্গে তার প্রায়ই গণ্ডগোল লাগতো। এসব কারণেই প্রিন্স আত্মহত্যা করেছেন।

ডিএমপির মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, ‘রবিউল ইসলাম প্রিন্সের মৃত্যুর ব্যাপারে একটি অস্বাভাবিক মামলা দায়ের করা হয়েছে।’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ