বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার আগামীদিনে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট হবে দেশের হজ ব্যবস্থাপনা: ধর্মমন্ত্রী সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি চাঁদ মামার বয়স হয়েছে! চাঁদের বয়স কত?

রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে দাবি করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

রোহিঙ্গাদের ফিরে যাওয়া নিশ্চিত করতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্মতিপত্র সই হওয়ার পরদিনই এ দাবি করলো সংস্থাটি।

ইউএনএইচসিআরের মুখপাত্র আদ্রিয়ান অ্যাডওয়ার্ড শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সই হওয়া সম্মতিপত্রে কী আছে- তা এখনও আমরা দেখিনি। শরণার্থীদের অবশ্যই ফিরে যাওয়া অধিকার আছে। তবে প্রত্যাবাসন প্রক্রিয়ায় অবশ্যই আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে এবং এ বিষয়ে সহযোগিতা করতে আমরা প্রস্তুত।

দীর্ঘমেয়াদী সমাধানের জন্য রোহিঙ্গাদের ফেরার বিষয়টি স্বেচ্ছায় এবং নিরাপদ হওয়া জরুরি বলে বিষয়টিতে জোর দেন তিনি।

গত ২৫ আগস্ট থেকে রাখাইনে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৬ লাখ ২২ হাজারের বেশি রোহিঙ্গা। এছাড়া আগে থেকেই বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে প্রায় ৪ লাখ রোহিঙ্গা।

বৃহস্পতিবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি সম্মতিপত্র সই হয়েছে। এর মাধ্যমে রোহিঙ্গাদের ফেরার বিষয়টি সমাধান হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই মাসের মধ্যে রোহঙ্গাদের ফেরত পাঠানো শুরু হবে।

তবে ওই সম্মতিপত্রে কী আছে, তা কোনো পক্ষ থেকেই প্রকাশ করা হয়নি। এরইমধ্যে জাতিসংঘ প্রতিক্রিয়া ব্যক্ত করলো।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ