মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৩৬ ঘরে নতুন বিদ্যুৎ সংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৩৬টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুইচ টিপে পল্লী বিদ্যুতের এসব নতুন সংযোগের উদ্বোধন করেন।

এতে করে পৌরসভার মধ্যপাকুন্দিয়া এলাকার ৬৭টি ও হাপানিয়া এলাকার ৬৯টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ার সুযোগ পেয়েছে।

এ উপলক্ষে হাপানিয়া খানকায়ে মুহিব্বিয়া মাদানিয়াও জামিয়া মুহিব্বিয়া মাদরাসায় মুফতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং মধ্যপাকুন্দিয়া এমদাদুল উলুম মাদরাসায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শামসুদ্দোহার সভাপতিতে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন এমপি ছাড়াও পাকুন্দিয়া পৌরসভার মেয়র আক্তারুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, পল্লী বিদ্যুৎ হোসেনপুর জোনাল অফিসের এজিএম মোশাররফ হোসেন, জেলা যুবলীগ নেতা সাবেক ভিপি মো. ফরিদ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

আরএম


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ