বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


যে ২৭ দেশের রাষ্ট্রধর্ম ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতি পাঁচটি দেশের মধ্যে একটিতে রাষ্ট্রধর্ম রয়েছে। অফিসিয়ালি রাষ্ট্রধর্ম পালনকারী ৪৩টি দেশের মধ্যে ২৭টি দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। আসুন জেনে নেই নামগুলো।

১) বাংলাদেশ ২) সৌদিআরব ৩) কুয়েত ৪) ওমান ৫) সংযুক্ত আরব আমিরাত ৬) বাহরাইন ৭) ইয়েমেন ৮) মিশর ৯) কাতার ১০) মরক্কো।

১১) সোমালিয়া ১২) মালদ্বীপ ১৩) মালয়েশিয়া ১৪) লিবিয়া ১৫) জর্ডান ১৬) কোমোরোস ১৭) আলজেরিয়া
১৮) আফগানিস্তান ১৯) ব্রুনাই ২০) তিউনিসিয়া।

২১) ফিলিস্তিন ২২) ইরাক ২৩) ইরান ২৪) জিবুতি ২৫) মৌরিতানিয়া ২৬) পাকিস্তান ২৭) ইন্দোনেশিয়া।

উল্লেখ্য, বাংলাদেশে ১৯৮৮ সালে এইচ এম এরশাদ সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে অন্তর্ভুক্ত করেন। সংবিধানের অষ্টম সংশোধনীতে বলা হয়, ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাবে৷’

সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও ওআইসির ওয়েবসাইট


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ