নিহার মামদুহ
প্রতিবেদক
আবারও বিশ্বের শীর্ষ ধনী দেশের স্বীকৃতি পেলো কাতার। আন্তর্জাতিক অর্থ সংস্থা আইএমএফ-এর প্রকাশিত জরিপে এ তথ্য উঠে এসেছে।
গত অক্টোবর মাস পর্যন্ত প্রদত্ত তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে ধনী দেশের তালিকা তৈরি করেছে আইএমএফ। মাথাপিছু ক্রয়শক্তির ক্ষমতা (পিপিপি) অনুযায়ী এই তালিকা তৈরি করা হয়।
কাতারের মাথাপিছু বার্ষিক ক্রয়শক্তির ক্ষমতা ১ লাখ ২৪ হাজার ৯৩০ মার্কিন ডলার। গত বছরের তুলনায় ১৫ হাজার ডলার কম।
২য় স্থানে রয়েছে লুক্সেমবার্গ। এ দেশের মাথাপিছু ক্রয়শক্তির ক্ষমতা ১ লাখ ৯ হাজার ১১৯ মার্কিন ডলার।
৩য় স্থানে রয়েছে নগররাষ্ট্র সিঙ্গাপুর।সিঙ্গাপুরের মাথাপিছু ক্রয়শক্তির ক্ষমতা ৯০,৫৩০ ডলার।
ব্রুনাই আছে চতুর্থ স্থানে। এ দেশে মাথাপিছু বার্ষিক ক্রয়শক্তির ক্ষমতা ৭৬ হাজার ৭৪০ মার্কিন ডলার।
৭ম স্থানে কুয়েত ও ৮ম স্থানে রয়েছে আরব আমিরাত।
বাংলাদেশের অবস্থান ১৪৩ তম। মাথাপিছু ক্রয়শক্তির ক্ষমতা ৪,২১০ডলার।
৭,১৭০ ডলার মাথাপিছু ক্রয়শক্তির ক্ষমতা নিয়ে ভারতের স্থান ১২৬ নম্বরে এবং ৫৩৫০ ডলার মাথাপিছু ক্রয়ক্ষমতা নিয়ে পাকিস্তানের স্থান ১৩৭তম।