মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


ফের ৪ দিনের রিমান্ডে ইসলাম অবমাননাকারী টিটু রায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরের ইসলাম অবমাননাকারী টিটু রায়কে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গঙ্গাচড়া বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল ইসলাম।

শুনানি শেষে বিচারক আরিফুল ইসলাম চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বুধবার দুপুর দেড়টার দিকে পুলিশ টিটুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালতের বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল ইসলাম দ্বিতীয় দফায় চারদিন রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেয়ার অভিযোগ এনে গত ৬ নভেম্বর রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ গ্রামের মুদি দোকানি রাজু মিয়া গঙ্গাচড়া থানায় তথ্য প্রযুক্তি আইনে টিটু রায়ের (৪০) বিরুদ্ধে মামলা করেন।

রংপুরের হিন্দু বাড়ি পোড়ানোর ঘটনায় আরেক ইউপি সদস্য গ্রেফতার


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ