শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ইরানের বিরুদ্ধে সৌদি আরবকে ইসরাইলের সহযোগিতার প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

রানের মোকাবেলায় সৌদি আরবকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে ইসরাইল।  ইসরাইল সেনাপ্রধান এ প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, ‘তার দেশ মধ্যপ্রাচ্যে ইরানী প্রভাব হ্রাসে সৌদির সাথে একযোগে কাজ করতে প্রস্তুত।’

জেনারেল ‘গাদি ইজিনকোত ’ সৌদিনিউজ এজেন্সি 'ইলাফ' কে দেয়া একসাক্ষাৎকারে বলেন, ইরানকে মোকাবেলায় ইসরাইল সৌদির সাথে গোয়েন্দাতথ্য বিনিময়ে প্রস্তুত। তবে ইরানের কৌশলগত মিত্র লেবাননের হিযবুল্লাহ এর ওপর আক্রমণের কোন ইচ্ছা তার দেশের নেই বলে জানান।

ইলাফ জানায়, নজিরহীন এ-সাক্ষাৎকার তেল আবিবে সেনাপ্রধানের কার্যালয়ে ফিলিস্তিনি একসাংবাদিক গ্রহণ করেন।

সম্প্রতি সৌদি আরব ইরানের প্রতি অভিযোগ করে, তারা হিযবুল্লাহসহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে আরবদেশগুলোতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

ইরান ও রিয়াদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি এবং ইরানের ব্যপারে ইসরাইল ও সৌদির অভিন্ন অভিযোগই হয়তো এ-দুই দেশকে তাদের দৃষ্টিতে অভিন্ন হুমকি মোকাবেলায় একযোগে কাজ করার অবস্হানে নিয়ে এসেছে।

যদিও সৌদি এখনও মনে করে, রিয়াদ ও তেল আবিবের সম্পর্ক ১৯৬৭ সালে দখলীকৃত ভূমি হতে ইসরাইলের সরে যাওয়ার ওপর নির্ভর করে।

দখলদার সেনাপ্রধান জানান, হোয়াইট হাউজে ট্রাম্পের আগমন মধ্যপ্রাচ্যে নতুন জোট তৈরির সুযোগ এনে দিয়েছে।

তিনি ইরানি হুমকি মোকাবেলায় ব্যপকভিত্তিক ও কৌশলগত পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তার ভাষায়, ইরানকে মোকাবেলায় মধ্যপন্হী আরবদেশগুলোর সাথে গোয়েন্দাতথ্য ও অভিজ্ঞতা বিনিময়ে তার দেশ প্রস্তুত রয়েছে।

সম্প্রতি লেবানের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি ইরান ও হিযবুল্লাহকে অভিযুক্ত করে সৌদি হতে পদত্যাগ করেন। এরপর হতেই ইসরাইলের পক্ষ হতে লেবানে হিযবুল্লাহের ওপর সামরিক আগ্রাসনের আশংকা দেখা দেয়।

এ ব্যপারে দখলদার সেনাপ্রধান জানান, লেবানের হিজবুল্লাহের ওপর তার দেশের আক্রমনের ইচ্ছা নেই, তবে আমরা ইসরাইলের বিরুদ্ধে কৌশলগত কোন হুমকি মেনে নিব না।

সূত্র : বিবিসি, রয়টার্স ও আল জাজিরা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ