শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


সৌদিতে মাটি খুঁড়ে জীবিত নবজাতক উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফখরুল ইসলাম ফয়সাল : সৌদি আরবের বিশা এলাকায় মাটি খুঁড়ে সাত দিনের এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। সৌদিআরবের বাইশায় শহরসংলগ্ন মরু এলাকায় এ ঘটনা ঘটে।

ওকায পত্রিকার সূত্র মতে, সেখানকার এক স্থানীয় গত রোববার সকালে প্রাতভ্রমণ করছিলেন। এসময় তিনি একটি মাটিঢাকা গর্ত থেকে আওয়াজ শুনতে পান। তৎক্ষণাৎ মাটি খুঁড়লে একটি পরিত্যক্ত জীবিত নবজাতক পাওয়া যায়। এ্যাম্বুলেন্স যোগে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

সংবাদকর্মী আবদুল্লাহ সাইদ গামেদি নিশ্চিত করেছেন, শিশুটি সদ্য জন্মগ্রহণকারী, তার দুপায়ে আঘাতের চি‎হ্ন রয়েছে। উদ্ধারের পর তাকে সম্পূর্ণ কাদামাটিযুক্ত পাওয়া যায়।

স্থানীয় পুলিশ গত রোববার সকাল দশটায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাচ্চাটিকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। হাসপাতালে তার সুস্থতার সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন সে মোটামুটি আশঙ্কামুক্ত।

সুস্থ হওয়ার পর বাইশাস্থ কিং আবদুল্লাহ হাসপাতালের মাতৃদুগ্ধ বিভাগে তাকে হস্তান্তর করা হয়েছে। শিশুটির জন্ম কোথায়, এপর্যন্ত এবিষয় কিছু জানা যায়নি।

সূত্র: ওকায, সৌদি আরব


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ