শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ইসলামি ব্যাংকিং ব্যবস্থা চালু করবে না ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া’ (আরবিআই) জানিয়েছে, দেশটিতে ইসলামি ব্যাংকিং প্রবর্তন করা হবে না।

এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংকটি জানিয়েছে, ব্যাংকিং ও আর্থিক পরিষেবায় সব নাগরিকের ‘বৃহত্তর ও সমান সুযোগের’ বিষয়টি বিবেচনা করার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সুদহীন নীতিমালার ওপর ভিত্তি করে ইসলামি বা শরিয়াহ ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে থাকে।

এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, আরবিআই এবং ভারত সরকার ভারতে ইসলামি ব্যাংকিং প্রবর্তনের বিষয়টি পরীক্ষা করে দেখেছে।

পিটিআইয়ের এক সাংবাদিকদের দাখিল করা আরটিআই আবেদনের জবাবে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংকিং ও আর্থিক পরিষেবায় সব নাগরিকের বৃহত্তর ও সমান সুযোগ প্রাপ্তির বিষয় বিবেচনা করার পর ইসলামি ব্যাংকিং চালুর প্রস্তাব আর এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তবে বিশ্লেষকদের অভিমত এতে করে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশটি। কারণ সুদের সম্পৃক্ততা থাকার কারণে অনেক ধর্মের মানুষ ব্যাংকিং পরিষেবা ও পণ্য সংগ্রহ করে না।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ