শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


সৌদি আরব আমাকে আটকে রাখেনি, শিগগির দেশে ফিরবো: হারিরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের পদত্যাগ করা প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, আমাকে রিয়াদে আটকে রাখা হয়নি শিগগির দেশে ফিরবো।

সাদ হারিরি রিয়াদের ফিউচার টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

এসময় তিনি তার আটক থাকার গুঞ্জন নাকচ করেন। তার মন্ত্রিসভার সদস্যদের দাবি রিয়াদে আটক রয়েছেন হারিরি।

চলতি বছরের ৪ নভেম্বর (শনিবার) সৌদি আরবে গিয়ে পদত্যাগের ঘোষণা দেন লেবাননের প্রধানমন্ত্রী হারিরি। দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের অভিযোগ হারিরিকে সৌদি আরব অপহরণ করেছে।

হারিরি বলেন, আমি পদত্যাগ করেছি। এবং খুব শিগগিরই সেই পদত্যাগপত্র জমা দিতে লেবাননে যাবো।

হিজবুল্লাহকে নিয়ে তিনি বলেন, হিজবুল্লাহর সঙ্গে আমার কোনও বিরোধ নেই। তবে তারা আমাদের দেশ ধ্বংস করে দিচ্ছে, এটা আমি মেনে নিতে পারি না।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ