শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


রোহিঙ্গা বালকের গল্প নিয়ে বাজারে এলো ‘আরকানের আব্দুল্লাহ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাজারে এসেছে নির্যাতিত, নিপীড়িত রোহিঙ্গাদের নিয়ে লিখিত উপন্যাস ‘আরাকানের আব্দুল্লাহ’।

আগামী ১৫ সেপ্টেম্বর বাদ মাগরিব ঢাকার মুহাম্মদপুরের শাইখুল হাদীস মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন হবে। মোড়ক উন্মোচন করবেন শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক।

বইটি লিখেছেন তরুণ লেখক সুফিয়ান ফারাবী। তিনি বলেন, ত্রাণ নিয়ে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গেলে আব্দুল্লাহ নামের একটি ছেলের সাথে আমার দেখা হয়। দীর্ঘক্ষণ কথা হয়। এক পর্যায়ে তার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে।

আবদুল্লাহ তাদের সঙ্গে ঘটে যাওয়া নির্মমতার কাহিনীগুলো খুলে বলে। তাদের ঘর বাড়ি জালিয়ে দেয়া, বাবাকে হত্যা করা থেকে সব করুন সব ঘটনা।  সে কাহিনী নিয়েই রচিত আরাকানের আবদুল্লাহ।

আরএম


সম্পর্কিত খবর