মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :

হাইআতুল উলয়ার জরুরি বৈঠক রোববার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ
বিশেষ প্রতিবেদক

কওমি মাদরাসার সনদের স্বীকৃতির বিষয়ে রোববার জরুরি বৈঠক ডেকেছে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যা বাংলাদেশ।

জানা যায়, বিকাল তিনটায় প্রতিষ্ঠানের আরামবাগ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে কওমি মাদরাসার গঠনতন্ত্র, সদনের স্বীকৃতির কারিকুলাম ও স্বীকৃতির প্রক্রিয়াকে বেগবান করতে আলোচনা করা হবে।

দীর্ঘ দিন পর আল হাইআতুল উলয়ার এ বৈঠকে সব নেতাকে দাওয়াত করা হয়েছে বলে আওয়ার ইসলামকে জানান মাওলানা আবদুল কুদ্দুস।

বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, স্বীকৃতির চলমান প্রক্রিয়া নিয়েই এ বৈঠক। এতে গঠনতন্ত্র ও কারিকুলাম নিয়ে আলোচনা হবে।

সম্প্রতি কওমি মাদরাসার সনদের স্বীকৃতি প্রসঙ্গে বোর্ড কেন্দ্রিক যে দূরত্ব সৃষ্টি হয়েছে এসব নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। বৈঠকে বেফাকের প্রতিনিধিসহ অন্য ৫ বোর্ডের নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন।

এ বিষয়ে তানযীমুল মাদারিসিল কওমিয়ার চেয়ারম্যান মাওলানা আরশাদ মাদানী আওয়ার ইসলামকে বলেন, বৈঠকের দাওয়াত পেয়েছি ইনশাল্লাহ উপস্থিত থাকবো।

অন্য সব বোর্ডের নেতারাও বৈঠকে উপস্থিত থাকবেন বালেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার দাওরায়ে হাদীসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান প্রদানের ঘোষণা দেন। ১৩ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব (স.বি.-১) আব্দুস সাত্তার মিয়া এ মর্মে একটি প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনের ধারা নং ২ এ কওমি মাদরাসা বোর্ডসমূহ কর্তৃক গঠিত সনদের মান বাস্তবায়ন কমিটির উপর আস্থাজ্ঞাপন পূর্বক একটি পূর্ণাঙ্গ কমিটির রূপরেখা পেশ করা হয়।

৩২ সদস্যের এ কমিটিতে রয়েছেন, আল্লামা শাহ আমদ শফী (চেয়ারম্যান), আল্লামা আশরাফ আলী (কো চেয়ারম্যান), আল্লামা আনোয়ার শাহ, আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা মুফতী মো: ওয়াক্কাস, মাওলানা আব্দুল কুদ্দুছ, মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, মুফতি রুহুল আমীন, মাওলানা শামসুল হক, মাওলানা আব্দুল হালীম বুখারী, মুফতী শাসমুদ্দীন জিয়া, মাওলানা জিয়াউদ্দীন, মাওলানা আব্দুল বাসীর, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা মাহমুদুল আলম, মাওলানা মোহাম্মাদ আলী, মাওলানা ইয়াহইয়া মাহমূদ।

চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী কর্তৃক কো-অপটকৃত বাকি ১৫ সদস্য হলেন, মাওলানা মোস্তাফা আজাদ, মাওলানা আব্দুল হামীদ, মাওলানা সাজিদুর রহমান, মুফতী ফয়জুল্লাহ, মাওলানা মুছলিহুদ্দীন রাজু, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুফতী জসীমুদ্দীন, মাওলানা আনাস মাদানী, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মাওলানা মুফতী নূরুল আমীন, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী ও মাওলানা আব্দুল জব্বার জেহাদী।

মাওলানা সাদ বিষয়ে উত্তরার পরামর্শ সভায় আলেমদের ৩ সিদ্ধান্ত


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ