শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


মাওলানা সাদকে বাংলার জমিনে পা রাখতে দেওয়া হবে না: মাওলানা জুনায়েদ আল হাবীব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মঈনুদ্দীন তাওহিদ
উত্তরা থেকে

তাবলিগ জামাতের দিল্লির মারকাজের মুরব্বি মাওলানা সা’দকে নিয়ে চলমান সংকট নিরসনের লক্ষ্যে  রাজধানীর উত্তরায় চলছে উলামা মাশায়েখ পরামর্শ সভা।

সমাবেশে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমগণ।

অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, জীবন থাকতে মাওলানা সাদকে বাংলার জমিনে পা রাখতে দেওয়া হবে না।

এসময় তিনি ওলামায়ে কেরামকে একযোগে কাজ করার আহবান জানান। তিনি বলেন, ফকিরি হালের এই মেহুনতে কেউ শোডাউন করে আসা, সরাষ্ট্র মন্ত্রনালয়ে এ নিয়ে আলোচনা করার চেয়ে লজ্জাকর আর কিছু হতে পারে না।

দাওয়াত ও তাবলীগের পথ নির্ধারণী পরামর্শ সভার এক পর্যায়ে জুবানেদ আল হাবীব বলেন, এই মুহূর্তে গোটা বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের মুসলমানদের দিকে। তারা যে পদক্ষেপ নেয়, সেই পথেই চলবেন সারা বিশ্বের তাবলীগি কাজ।

উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের আয়েশা মসজিদে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে এ বৈঠক।

বৈঠকে উপস্থিত উলামায়ে কেরামের মধ্যে রয়েছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসাইন কাসেমী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আবদুল কুদ্দস, মাওলানা সাজিদুর রহমান, মুফতি হিফজুর রহমান, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় হেফাজতের ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি আসবেন না বলে জানা যায়।


সম্পর্কিত খবর