শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


ইয়াসির আরাফাতের মুত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় সমাবেশ ও মিছিল কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের প্রয়াত প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের ১৩তম মৃত্যুবার্ষিকীতে ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

১১ নভেম্বর শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্যালেস্টাইন প্রত্যাগত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উদ্যোগে প্যালেস্টাইনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করেছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাস্থ ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। জাতীয় নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখবেন।

সংসদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু সমাবেশে সভাপতিত্ব করবেন।

ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের নেতা ইয়াসির আরাফাত ১৯২৯ সালের ২৪ আগস্ট মিসরের কয়রোতে জন্মগ্রহণ করেন। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও’র চেয়ারম্যান হিসেবে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সারাজীবন সংগ্রাম করেছেন। ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেন। এ ছাড়া ফাতাহ দলের নেতৃত্ব দেন।

তিনি ২০০৪ সালের নভেম্বরের ১১ তারিখে প্যারিসে চিকিৎসারত অবস্থায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পৃক্ততার রয়েছে বলে ধারনা করা হয়।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ