বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


ইসরাইলের সঙ্গে গোপন বৈঠক করে তোপের মুখে ব্রিটিশ মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুসহ দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে তোপের মুখে পড়েছেন ব্রিটিশ মন্ত্রী প্রীতি প্যাটেল। এজন্য তাকে পদত্যাগও করতে হতে পারে। তিনি যুক্তরাজ্যের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দায়িত্বের রয়েছেন।

ব্রিটিশ গণমাধ্যম তার পদত্যাগের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। ৩০ জন এমপি তার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন।

প্রীতি প্যাটেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গত মাসে ইসরাইলে ছুটি কাটাতে যেয়ে ইসরাইলের প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ

ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। এ বৈঠক সম্পর্কে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো নিয়ম থাকলেও তিনি তা করেন নি।

ব্রিটিশ গণমাধ্যমে এসেছে, প্রীতি প্যাটেল ইসরাইলে মোট ১২টি বৈঠক করেছেন। দেশে ফিরে তিনি ইসরাইল সেনা বাহিনীর জন্য আর্থিক বরাদ্দের সুপারিশও করেছেন।

প্রথমে তথ্য গোপন ও এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে তা স্বীকার করে ক্ষমা চেয়েছেন তিনি।

অন্যদিকে আচরণবিধির চরম লঙ্ঘনের কথা উল্লেখ করে বিষয়টিতে আনুষ্ঠানিক তদন্ত এবং প্রীতির পদত্যাগের দাবি করেছে বিরোধী দল লেবার পার্টি।

সূত্র :


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ