বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ।। ১৮ বৈশাখ ১৪৩১ ।। ২৩ শাওয়াল ১৪৪৫


যুবরাজ মুহাম্মাদ বিন সালমান এর প্রতি ট্রাম্পের সমর্থন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরবের নতুন যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের কর্মকান্ডকে সমর্থন করেছে  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আধুনিকায়নের পদক্ষেপ এবং উদারনীতি কে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছেন তিনি।

গত রোববার সৌদি বাদশাহর সাথে এক ফোনালাপে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। সৌদি আরবের ১১ প্রিন্সসহ বিশিষ্ট নাগরিককে গ্রেফতারের বিষয়ে কোনো কথা বলেননি  ট্রাম্প । এ সময় একটি সহিষ্ণু ও আধুনিক সৌদি সমাজ বিনির্মাণে বর্তমান শাসকদের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

রোববার হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সৌদি বদাশাহ সালমান বিন আবদুল আজিজের সাথে কথা বলেছেন। বাদশাহ সালমান নিউ ইয়র্কে সাম্প্রতিক হামলার বিষয়ে নিন্দা জ্ঞাপন করে। প্রেসিডেন্ট ট্রাম্প বাদশাহকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং আইএসকে পরাজিত করতে আমেরিকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘একটি মধ্যপন্থী, শান্তিপূর্ণ ও সহিষ্ণু অঞ্চল গড়তে, সৌদি নাগরিকদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ এনে দিতে, সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করতে এবং উগ্র আদর্শকে পরাজিত করার বিষয়ে সৌদি বাদশাহ ও যুবরাজ সম্প্রতি প্রকাশ্যে বক্তৃতা দিয়েছেন। বিশ্বকে শত্রুমুক্ত করতে এসব বিষয় জরুরি।’

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ