শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


নতুন আঙিকে বাজারে এলো ‘মধ্যপ্রাচ্যে হাফেজ্জী হুজুর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাফেজ্জী হুজুরের প্রতিটি পদক্ষেপ বাংলাদেশের জন্য তো বটেই, বিরাট এ পৃথিবীর জন্যই ছিলো গর্বের ব্যাপার। উপমহাদেশ পেরিয়ে ইরান, হেজায ও ইরাকেও হাফেজ্জী হুজুরের পদচিহ্ন আজও জাজ্বল্যমান।

কোমল হৃদয়ের অধিকারী আল্লাহর এ ওলির শুভাগমনে কেঁপে উঠেছিলো বাগদাদের রাজ সিংহাসন। সুপার পাওয়ার আমেরিকাকে সন্ত্রস্ত করা মহাপ্রতাপশালী সাদ্দামকে ছোট বাংলাদেশের অতি ছোট কামরাঙ্গীর চর থেকে গিয়ে বলেছিলেন— 'আমি এসেছি দীনের শর্ত নিয়ে। এ শর্তের ব্যাপারে আমি আপনার মত জানতে চাই।

আমি চাই কুরআন সুন্নাহর ভিত্তিতে আপনারা সন্ধি করে মুসলমানদের রক্তপাত বন্ধ করুন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- একজন মুসলমান হত্যা আল্লাহর কাছে পৃথিবী ধ্বংসের চেয়েও মারাত্নক।'

সমকালীন ইসলামের এ মহামনীষী হযরত হাফেজ্জী হুজুরের জীবনের প্রতিটি অধ্যায় ও পাঠই একেকটি আলোর মিনার। হুজুরের শুধু মধ্যপ্রাচ্যবিষয়ক অধ্যায়টি নিয়ে অসাধারণ এক গ্রন্থ রচনা করে গেছেন সুসাহিত্যিক অধ্যাপক আখতার ফারূক রহ.। 'মধ্যপ্রাচ্যে হাফেজ্জী হুজুর' শীর্ষক এ সুপাঠ্য গ্রন্থটি সম্পাদিত করে এবার প্রকাশ করলো মাকতাবাতুল হেরা।

মধ্যপ্রাচ্যে হাফেজ্জী হুজুর
অধ্যাপক আখতার ফারূক

প্রকাশক : মাকতাবাতুল হেরা
প্রচ্ছদ : হামীম কেফায়েত
মুদ্রিত মূল্য : ২০০ টাকা


সম্পর্কিত খবর