শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


দেশে ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষের সৃষ্টি হবে: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের বর্তমান পরিস্থিতি না বদলালে জনগণের অবস্থা বণ্যপ্রাণীর স্তরে নেমে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির  সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তার দাবি, দ্রুত অবস্থা না বদলালে ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষের সৃষ্টি হবে।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, আজ গণমাধ্যমে খবর বেরিয়েছে- খরচের চাপে সঞ্চয় ভেঙে খাচ্ছেন শহরের মানুষ। ঋণ করে, ধার করে চলছে গ্রামের মানুষ।

অত্যাবশ্যকীয় পণ্য ক্রমেই মানুষের ক্রয়ক্ষমতা থেকে অনেক দূরে সরে যাওয়ায় সেই চুয়াত্তরের দুর্ভিক্ষের আলামত স্পষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন এ বিএনপি নেতা।

আইনমন্ত্রী প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগ নিয়ে নানা মন্তব্য করছেন আইনমন্ত্রী। উচ্চ আদালত কীভাবে চলবে তা যেন তিনিই ঠিক করছেন।

লিখিত বক্তব্যে রিজভী বলেন, দেশের সরকারি-বেসরকারি ৫৭ ব্যাংকের মধ্যে ৫৬ ব্যাংকেই সরকারের কালো থাবা পড়েছে। ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের লুটপাটরে সুযোগ করে দিতে যে ঋণ জালিয়াতির ঘটনা এসব ব্যাংকে ঘটছে, তা রীতিমতো আঁতকে ওঠার মতো।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ