শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


তাগুতি শক্তির লেজুরবৃত্তি করে ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা যাবে না: মুফতি ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, তাগুতি শক্তির লেজুরবৃত্তি করে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা কখনো সম্ভব নয়।

তিনি বলেন, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে নাস্তিক-মুরতাদরা পালানোর পথ খুঁজে পাবে না।

গতকাল ২ নভেম্বর বিকেলে বরগুনা জেলা শাখার উদ্যোগে স্থানীয় কলেজ মাঠে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, যে আলেম আল্লাহকে বিশ্বাস করে সে কখনও চিহ্নিত খোদাদ্রোহী কোনো গোষ্ঠিকে সমর্থন করতে পারে না।

তিনি আরও বলেন, শুধু নামাজ-রোজার মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জিহাদ, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি ইত্যাদি মিলিয়েই হলো ইসলাম ধর্ম। কেননা আল্লাহর রসূল সা. তার ৬৩ বছর জীবনে ইসলামের দাওয়াত থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সবকিছুই করে গেছেন। তাই আমাদেরও তাঁর নীতি পরিপূর্ণ অনুসরণ করতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন। সম্মেলনে জেলা নেতৃবৃন্দসহ উলামায়ে কেরাম বক্তব্য রাখেন।

মুফতি ফয়জুল করীম বলেন, ওলামায়ে কেরামগণকেই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য সক্রিয় থাকতে হবে। বাংলাদেশে যারা আল্লাহকে সিজদা করেন তারা যদি ইসলামী দলকে ভোট দেন তাহলে ইসলামী হুকুমত কায়েম হবে। আগামী নির্বাচনে সব আলেম ও মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ