শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


আহমদ প্রকাশনের অনলাইন কুইজ, প্রথম পর্বের বিজয়ী যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ
চট্টগ্রাম

তরুণদের মাঝে অধ্যায়নের মানসিকতা তৈরির লক্ষ্যে ‘আহমদ প্রকাশন’ হাতে নিয়েছে বব্যাতিক্রম উদ্যোগ। ক্যাম্পেইন এর অংশ হিসেবে বছরে প্রতি মাসে চলবে অনলাইন প্রতিযোগিতা।

গতকাল প্রকাশ হলো প্রথম পর্বের বিজয়ীদের নাম ও ছবি। প্রতিযোগিতার প্রথম পর্বে অংশগ্রহণ করেছিলো ১৯ জন আর সঠিক উত্তর দিয়েছেন ৭জন।

সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারীর মাধ্যমে ঘোষিত প্রথম তিনজন হচ্ছেন ১. শামায়েল আহমদ, ২. আব্দুল আলীম রাহেল, ৩. হাসান রাব্বি।

সৌভাগ্যবান তিনজনকে প্রকাশনীর পক্ষ থেকে দেয়া হবে ৩০০টাকা মূল্যের বই।

উল্লেখ্যঃ প্রথম পর্ব (অক্টোবর'২০১৭) এর প্রশ্ন ছিল " চট্টগ্রামের প্রসিদ্ধ কোন আলেম ব্যক্তিত্ব মেয়ের জন্মের মাত্র সপ্তম দিনে নিজের মেয়ের বিয়ে দেন এবং কোন শর্তের ভিত্তিতে?"

আর সঠিক উত্তরটি ছিলঃ- "চট্টগ্রামের প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা আব্দুল ওয়াহেদ (রহ.) তার মেয়ের জন্মের ৭ম দিনই সুমধুর সুরে তাজবীদের সহিত ছহীহ শুদ্ধভাবে ক্বেরাত পরিবেশন করতে পারা, শর্তের ভিত্তেতে তার মেয়ের বিবাহ দেয়ার ঘোষণা দেন ৷" (সূত্র : মাশায়েখে চাটগাম-১ পৃষ্ঠা নং- ৩৬)

আহমদ প্রকাশনের ক্যাম্পেইনটির মিডিয়া পার্টনার আওয়ার ইসলাম টোয়েন্টিফোর। পরবর্তী পর্বে যুক্ত হতে চোখ রাখুন আহমদ প্রকাশন এর ফেসবুক পেজে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ