বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


সৌদিতে উদারনীতি ফিরিয়ে আনার ঘোষণা মুহাম্মদ বিন সালমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাকিব মুহাম্মদ
ডেস্ক

সৌদি আরবে উদারনীতি ফিরিয়ে আনার ঘোষণা দিলেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান।

মুহাম্মদ বিন সালমান বলেন, সৌদি আরব ফের আগের মতোই হয়ে যাবে। বিশ্বের সব দেশের সব ধর্মের মানুষের জন্য খোলা থাকবে আমাদের দরজা।

২৪ অক্টোবর দেশটির রাজধানী রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই)  সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে সৌদি আরবের রক্ষণশীল সমাজ ব্যবস্থার সমালোচনাও করেন যুবরাজ সালমান। বলেন, উগ্রপন্থা নিয়ন্ত্রণে আরও অনেক কিছু করার আছে। সৌদির ৭০ ভাগ যুবকের বয়স ৩০ বছর।

আমরা আমাদের ৩০ বছর নষ্ট করতে পারি না। আমরা সব ধরনের উগ্র চিন্তাকে আজই শেষ করে ফেলব।

জানা যায়, ইউএনওআইএম (এনওএম)  নামক এই পরিকল্পনার অধীনে সৌদি আরবে নতুন একটি লিল্প নগরী গড়ে উঠবে। যা ২৬০০ ফুট বর্গ কিলোমিটার আয়তনে বিস্তৃতি লাভ করবে।

সৌদি আরবকে তেলনির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে ইতোমধ্যেই যুবরাজ সালমান ‘ভিশন: ২০৩০’ ঘোষণার মাধ্যমে অর্থনৈতিক ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিয়েছেন।

সৌদি আরবের আইনগুলো সংস্কারের অংশ হিসেবেই গত মাসে নারীদের গাড়ি চালানোর ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি।

সম্মেলনে যুবরাজ সালমান পাঁচশ বিলিয়ন ডলার বিনিয়োগ করে মিশর ও জর্দানের সঙ্গে স্বতন্ত্র অর্থনৈতিক জোন গঠনের ঘোষণাও দিয়েছেন।

উল্লেখ্য, রিয়াদে আয়োজিত বিনিয়োগ বিষয়ক এ সম্মেলনটি বৃহস্পতিবার পর্যন্ত চলবে। বিশ্ববাজারে তেলের দাম পড়ে যাওয়ার পর নিজেদের পরিবর্তিত অর্থনীতি ও রাজস্ব ব্যবস্থাকে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সামনে তুলে ধরার জন্য এ উদ্যোগ নিয়েছে দেশটি।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ