শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


দুর্নীতি দমন কমিশনেই দুর্নীতি; সহকারী পরিচালক বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আমিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।

আমিরুল ইসলাম দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ছিলেন। সোমবার আমিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

দুদকের মহাপরিচালক (প্রশাসন) মো. মুনীর চৌধুরী বলেন, “শুধু সাময়িক বরখাস্ত নয়। সাধারণ নাগরিকদের দুর্নীতির বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেয়া হয়, তার ক্ষেত্রেও সেসব ব্যবস্থাই নেয়া হবে।”

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, আমিরুল ইসলাম তার স্ত্রীর নামে গাজীপুরের চান্দনা মৌজায় ১১ দশমিক ৫ শতাংশ জমি, টাঙ্গাইলের নাগরপুরে ১ একর ১৩ শতাংশ জমি ও গাজীপুরে আরও ৫ দশমিক ৫ শতাংশ জমি কিনেছেন। গাজীপুর ও টাঙ্গাইলে পাওয়া এসব জমির মোট দাম ১ কোটি ৭৫ লাখ টাকা।

দুদকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে জমি কেনার অর্থের উৎস দেখাতে পারেননি আমিরুল।

এছাড়া তার ব্যাংক হিসাবে কোনো অর্থ নেই বলে আমিরুল ইসলাম তার সম্পদ বিবরণীতে দেখিয়েছেন। পরে দুদকের অনুসন্ধানে তার ব্যাংক হিসাবে ১২ লাখ টাকা পাওয়া যায়।

এসব কারণে আজ তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতিসহ ১১ অভিযোগ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ