সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নেকাব নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ
চট্টগ্রাম প্রতিনিধি

ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে নেকাব নিষিদ্ধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষার হলগুলোর ব্যাপারে এই নির্দেশনা দেয়া হয়। এছাড়া কান ঢেকে রাখা ছাড়া হিজাব পরতে পারা যাবে বলে বলা হয় এই নির্দেশনায়।

কর্তৃপক্ষ বলেন ভর্তি পরিক্ষায় ডিভাইসের মাধ্যমে জালিয়াতি ঠেকাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চবি প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, পরিক্ষা চালনাকালীন বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে করা জালিয়াতি রোধে ভর্তিচ্ছু ছাত্রীদের মুখমণ্ডল এবং কান না ঢাকার নির্দেশনা রয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ১২টি পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একই নির্দেশনা পৌঁছে দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রতি বছর ভর্তি পরিক্ষা চালাকালীন জালিয়াতির দায়ে আটক হন অনেক ভর্তিচ্ছু।

পাশাপাশি ওইসব শিক্ষার্থীদের পরিক্ষা বাতিলসহ জেল-জরিমানার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা কানে হেডফোন ব্যববহার করে অপর প্রান্ত থেকে ভয়েস বার্তা পায়।

ছাত্রদের ক্ষেত্রে এই প্রবণতা কম হলেও ছাত্রোদের ক্ষেত্রে বেশি। বোরকা ও হিজাবে জালিয়াতির আশঙ্কা বেশি থাকে। তাই নেকাব নিষিদ্ধ করলেও কান খোলা রেখে হিজাব পরতে পারবে।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় ৪হাজার ৯২৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১লাখ ৩৬হাজার ৫৭টি। অর্থাৎ আসন প্রতি প্রতিদ্বন্ধিতা করবে।

আগামী ২৬,২৭,২৮,২৯ অক্টোবর 'সি' 'ডি' 'বি' এবং 'এ' ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্টিত হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে।

পরীক্ষা কেন্দ্রে ক্যালকুলেটর, মোবাইল ও লেপটপসহ সকল ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে।

কোন ধরনের অসদুপায় পরিলক্ষিত হলে ভ্রাম্যমাণ আদালত পরীক্ষা বাতিলসহ যে কোন ধরনের দণ্ড দিতে বাধ্য থাকবে।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ