শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


খ্রিস্টান সন্ত্রাসীদের আক্রমণে ২৫ মুসলিম নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম
অনুবাদক, আন্তর্জাতিক বিভাগ

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে খ্রিস্টান সন্ত্রাসীদের আক্রমণে ২৫ মুসলিম নিহত হয়েছে। দেশটির কিমবি শহরের একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটেছে।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের 'এন্টি বলাকা' খ্রিস্টান বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে দেশটির গণমাধ্যমে বলা হচ্ছে।
এ হামলায় মসজিদের ইমামসহ নূন্যতম ২৫ মুসলিম নিহত হয়েছে।

কিমবি সিনেট-প্রধান আব্দুর রহমান বুরনু গত শুক্রবার বলেন, বিদ্রোহীরা শুক্রবার ভোর বেলায় মসজিদ অবরোধ করে হামলা চালায়। হামলাকারীরা মসজিদের ইমাম ও সহকারী ইমামকে আলাদাভাবে ঠান্ডা মাথায় হত্যা করে। স্হানীয় সরকার শহরে পাঁচ দিনের শোক ঘোষণা করেছে।

মধ্য আফ্রিকার এ-দেশটি হীরা-সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এখানে দারিদ্র প্রকট এবং ২০১২ সাল হতে মুসলিম ও খ্রিস্টান বিদ্রোহীদের মাঝে সংঘাত দেখা দেয়ায় এ-দেশটি বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে।

২০১৬ সাল-পর্যন্ত তুলনামূলক স্হিত্বিশীলতা ছিল, কিন্ত ২০১৭ এর শুরুরে সারা দেশের বিভিন্ন শহরে আবার সহিংসতা ছড়িয়ে পড়ে।

সূত্র : আরটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ