বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠালো বেদফোর্ডের একটি মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব : মিয়ানমারে সেনাবাহিনীর নিপীড়ন-নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য  অনুদান পাঠিয়েছে ইংল্যান্ডের বেদফোর্ড শহরের নটিংহ্যামের এলাকার ইসলামী সংস্কৃতি কেন্দ্র এবং মসজিদের কমিটির সদস্যরা। অনুদানের পরিমাণ  ৩৬৪৬ পাউন্ড।  তাদের প্রেরিত এই অর্থ দিয়ে রোহিঙ্গাদের মধ্যে বিশুদ্ধ পানি বিতরণ করা হবে বলে জানা যায়। 

বেদফোর্ড মসজিদের খতিব বলেন: আমরা অনুভব করেছি রোহিঙ্গা মুসলমানদের সাহায্য প্রদান করব। রোহিঙ্গা মুসলমানদের জন্য অর্থ সংগ্রহের ক্ষেত্রে মসজিদের উদার সদস্যরা ব্যাপক সাড়া দিয়েছেন।  

অক্সফাম রিলিফ কমিটির রিপোর্ট অনুযায়ী সম্প্রতি সহিংসতার ফলে গত সপ্তাহে প্রায় 6 লাখ মুসলমান মিয়ানমার থেকে পালিয়েছে এবং কোন অভিভাবক ছাড়াই ১৪০০ শিশু বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অবস্থান করছে। এসকল শিশুর অভিভাবকদের মধ্যে কেউ কেউ নিহত হয়েছে এবং কেউ কেউ হারিয়ে গিয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ