শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
ঢাকাসহ ছয় বিভাগে শিলাবৃষ্টির পূর্বাভাস জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভেটো ইসরায়েলে হামলা: ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত

পিঁপড়া হত্যা করায় মামলা দায়ের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম : অনেক মশা মারতে কামান দাগানোর মতোই। এবার পিঁপড়া হত্যার প্রতিবাদে মামলা দায়ের করেছে এক সৌদি নাগরিক। তিনি ইচ্ছাকৃতভাবে পিপড়া হত্যা করায় প্রতিবেশীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।

বাদীর দাবী তার প্রতিবেশী যা করেছে, তা ইসলামী মূল্যবোধ বিরোধী। কারণ, পিঁপড়া আল্লাহর তত্ত্বাবধানে জীবিত ছিল, তার জীবিত থাকার অধিকার রয়েছে।

তিনি বিবাদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিচারক মামলা গ্রহণ করে বাদীকে বলেন, আপনার প্রতিবেশী যে পিঁপড়াকে হত্যা করেছে, তার পিতা আপনাকে উকিল নিযুক্ত করেছে, এ-মর্মে কোন ডকুমেন্ট তো দেখছি না। উপরন্ত বিবাদী বা তার উকিলের অনুপস্হিতিতে তো আমি মামলা চালাতে পারি না।

তারপর বিচারক বাদীকে পিপড়ার পিতা তাকে উকিল নিযুক্ত করেছে, এ-মর্মে ডকুমেন্ট উপস্হাপন করতে বলে এবং তারপরই তিনি বিবাদীর বিচারের বিষয় বিবেচনা করবেন বলে জানান। এ-পর্যায়ে বাদী কোন উত্তর না-দিয়ে আদালত কক্ষ ত্যাগ করে।

সূত্র : স্পুটনিক


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ