শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

খতমে নবুওয়াত ইস্যু: আইনমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : খতমে নবুওয়াত বিরোধী আইন পাশের প্রশ্নে আবাও উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। পাকিস্তানের ধর্মীয় দলগুলো পার্লামেন্টে খতমে নবুওয়াত বিরোধী আইন পাশ প্রচেষ্টার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। তারা এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের দাবী করেছেন। আন্দোলনকারীরা আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন।

পাকিস্তান জমিয়তের সভাপতি মাওলানা ফজলুর রহমান এ ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছেন। তিনি বলেছেন, পাকিস্তান সরকার আইনটি প্রত্যাখান করেছে। তবে তাই যথেষ্ট নয়; বরং এখন আবশ্যক হলো কার ষড়যন্ত্রে তা সংসদে উঠলো তা খুঁজে বের করা।’

জামাআতে ইসলামী পাকিস্তানের আমির সিনেটর সিরাজুল হক বলেছেন, সরকার খতমে নবুওয়াতের পক্ষে নিঃসংশয় হতে হবে এবং তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। যারা এ কাজ করেছে তাদের সাথে প্রকাশ্যে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিবে হবে।

তিনি আরও বলেন, ‘এ প্রচেষ্টা পাকিস্তানের একুশ কোটি মানুষকে বিশ্ব দরবারে লজ্জিত করেছে। তাই এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

পাকিস্তান বেফাকের সেক্রেটারি জেনারেল মাওলানা কারী মুহাম্মদ হানিফ বলেছেন, ‘খতমে নবুওয়াত পুরো উম্মতের জন্য একটি স্পর্ষকাতর বিষয়। এখানে কেউ হস্তক্ষেপ করার অধিকার রাখে না। যারা তা করতে চায় তাদের প্রতিহত করা হবে।’

পাকিস্তান আওয়ামি তাহরিকের প্রধান ডাক্তার তাহের কাদেরি এক সাংবাদিক সম্মেলনে আইনমন্ত্রীর পদত্যাগ ও এ বিষয়ে বিচার বিভাগের হস্তক্ষেপ দাবি করেছেন।

অন্যদিকে সরকার এ বিষয়ে একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করেছে। কেন্দ্রীয় মন্ত্রী মাশাহিদুল্লাহ খান বলেছেন, ‘খতমে নবুওয়াতের কোনো সূক্ষ্ম ভুল হওয়া অসম্ভব নয়। তবে কোনো কিছু আইনের উর্ধ্বে নয়।’

তিনি এ জনগণকে তদন্ত শেষ হওয়া পর্যন্ত ধৈর্য্য ধারণের আহবান জানান।

উল্লেখ্য, পাকিস্তান পার্লামেন্টে খতমে নবুওয়াতের প্রতি সংশয় পোষণ এবং খতমে নবুওয়াতের ব্যাপারে রাষ্ট্রীয় শপথে পরিবর্তন প্রস্তাব করে একটি বিল সংসদে উপস্থাপনের চেষ্টা হয়। সংসদে উত্থাপিত হওয়ার পূর্বেই তা ফাঁস হয়ে যায়। বিষয়টি গণমাধ্যমে আসার পর দেশটির ইসলামপন্থী দলগুলো এর তদন্ত ও বিচার দাবি করে আসছে।

সূত্র : ডেইলি পাকিস্তান ও ডেইলি কুদরত

পাকিস্তান সংসদে খতমে নবুওয়াত বিরোধী আইন পাশের চেষ্টা!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ