শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


পাকিস্তান সংসদে খতমে নবুওয়াত বিরোধী আইন পাশের চেষ্টা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : পাকিস্তানে রাসুলুল্লাহ সা. এর শেষ নবী হওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করে একটি আইন পাশের চেষ্টা ব্যর্থ হয়েছে। পাকিস্তানের ইসলামপন্থী দলগুলো সংসদে ইসলাম বিরোধী আইন উপস্থাপনকারীর বিরুদ্ধে তদন্ত ও শাস্তি দাবি করছে।

জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেছেন, ‘সম্প্রতি খতমে নবুওয়াতের প্রতি সংশয় পোষণ করে কুরআন-সুন্নাহ বিরোধী আইন পাশের চেষ্টা হয়েছিলো। আমি মক্কায় ছিলাম। জানতে পেরে সাথে সাথে সরকারের সাথে যোগাযোগ করি এবং সরকার তা প্রত্যাখ্যান করেছে।’

তিনি এ ঘটনার তদন্ত ও বিচার দাবি করে বলেন, ‘এখন আবশ্যক হলো, কার ষড়যন্ত্রে তা সংসদে উঠলো তা খুঁজে বের করা।’

জমিয়ত সভাপতি আরও বলেন, ‘এখন পাকিস্তানে আইন করা হয় নিজেকে বাঁচাতে বা নিজের ভবিষ্যত অপকর্মের বৈধতা দেয়ার জন্যে। যেদিন পাকিস্তানের সর্বশ্রেণি দেশের জন্য কাজ করবে, সেদিন পাকিস্তান পৃথিবীর আদর্শ রাষ্ট্র হবে।’

অন্যদিকে একই দাবিতে পাকিস্তান জামাআতে ইসলামীও বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে।

সূত্র : ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ