মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


রোহিঙ্গা সঙ্কট সমাধানে মধ্যস্থতা করবে না ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা সংকট মোকাবেলায় ভারত কোনো উদ্যোগ নেবে না বলে জানিয়েছে। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ নিউজ দিয়েছে রাশিয়ার স্পুটনিক।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে,  ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রোহিঙ্গা শরণার্থী সঙ্কট মোকাবেলায় বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার কোনো পরিকল্পনা নেই ভারত সরকারের।’

যদিও রাশিয়ার এই সংবাদমাধ্যম এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তার মন্তব্য প্রকাশ করেনি।

তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা সরাজ শিগগির বাংলাদেশ সফর করবেন। সে সফরে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের মুখে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম সহিংসতায় উত্তপ্ত রাখাইন থেকে বাংলাদেশে পালিয়েছে। এদের অনেকেই সীমান্ত পাড়ি দিয়েছেন বাংলাদেশে আশ্রয় নেয়ার জন্য।

চলমান সঙ্কট মোকাবেলায় গত সপ্তাহে বাংলাদেশে ২১ হাজার ত্রাণ উপকরণ পাঠিয়েছে ভারত। ৯০০ টন ওজনের প্রায় ৬২ হাজার উপকরণ পাঠানোর পরিকল্পনা করেছে নয়াদিল্লি। এসব উপকরণের মধ্যে রয়েছে, রেশন, কাপড়, তেল ও মশারি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ