শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


আলজেরিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব : আলজেরিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের বোরকা পরা নিষিদ্ধ করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।  বিতর্কিত এই বিলটি পাসের পেছনে যুক্তি হিসেবে বলা হয়েছে, যাতে কোনো ছাত্রী বোরকার আড়ালে নিজের পরিচয় গোপন করে প্রতারণার আশ্রয় নিতে না পারে।

শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্তাবলীর ৭১ নং ধারায় বলা হয়েছে, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের যে কোনো কর্মকর্তা এমন পোশাক পরিধান করতে পারবে না, যাতে তাকে সনাক্ত করতে অসুবিধা হয়।’

এই সিদ্ধান্তের ওপর মন্তব্য করতে গিয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র মাসউদ আল উমারী  আলজেরিয়ার ‘শুরুক’ নামক একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এই সিদ্ধান্তটি আলজেরিয়ায় নতুন নয়। বরং এটি অনেক পুরোনো। শুধু সিদ্ধান্তাবলীর ৪৬ ও ৭১ নং ধারায় কিছুটা পরিবর্তণ আনা হয়েছে এবং বাস্তবায়নে কিছুটা বলিষ্ঠ ও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তে সব কর্মকর্তাদের কথা উল্লেখ করলেও আসল উদ্দেশ্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা। কেননা ইদানিং তাদের হিজাবই প্রতারণার মাধ্যম হয়ে উঠছে।

সূত্র : আরাবি ২১


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ