শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের শক্তিশালী পদক্ষেপ চান ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট জে ট্রাম্প মিয়ানমারের রোহিঙ্গা সংকটের নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে শক্তিশালী ও দ্রুত পদক্ষে নেওয়ার আহবান জানিয়েছেন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বুধবার ট্রাম্পের এই আহবানের কথা জানিয়েছেন।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্যে মাইক পেন্স মিয়ানমার সেনাবাহিনীর প্রতি অবিলম্বে সহিংসতা বন্ধের আহবান জানায়।অন্যথায়, “এটা ঘৃণা ও বিশৃঙ্খলার বীজ বপন করবে, যা প্রজন্মের পর প্রজন্ম ওই অঞ্চলকে গ্রাস করতে পারে এবং আমাদের সবার জন্যই হুমকি হয়ে উঠতে পারে,” বলে সতর্ক করেছেন তিনি।

মিয়ানমারের রাখাইনে বিদ্রোহীদের হামলার জবাবে সেনাবাহিনীর চলমান অভিযানে গত প্রায় এক মাসে চার লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা বলছেন, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা মুসলিমদের গ্রামগুলোতে পরিকল্পিতভাবে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ মারছে। রোহিঙ্গা নারীদের ধর্ষণ ও তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে।

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ