বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫


ত্রাণ কাজে সহায়তার জন্য বিমান বাহিনীর ব্যবস্থাপনা কেন্দ্র গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ত্রাণ কাজে সহায়তার জন্য বিমান বাহিনীর বিশেষ ব্যবস্থাপনা কেন্দ্র গঠন করা হয়েছে।বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মোঃ জাহাঙ্গীর হোসেন ব্যবস্থা কেন্দ্রের প্রধান সমন্বয়কারীর ভূমিকা পালন করবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

বিমানযোগে আসা ত্রাণ সামগ্রী আনলোড ও ডেসপাসে সহায়তা করছে বাংলাদেশ বিমান বাহিনী ।

বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকের সদস্যরা নিজস্ব যন্ত্রপাতি ব্যবহার করে সিভিল এভিয়েশনের সঙ্গে সমন্বয়ে বিমান বন্দরে ত্রাণ সামগ্রী আনলোড এবং পরিবহনের কাজে সহায়তা করে যাচ্ছে।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে মাছ, বিস্কুট, চকলেট, নারকেল তেল, জেনারেটর, ফেমিলি কিট, লুঙ্গি ইত্যাদি। উল্লেখ্য যে, গত ১০ সেপ্টেম্বর থেকে বিভিন্ন দেশ থেকে রোহিঙ্গা শরণাথীদের জন্য ত্রাণ সামগ্রী আসতে থাকে।

সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে ইন্দোনেশিয়ার ২টি সি-১৩০ পরিবহন বিমান সোমবার সকালে প্রায় ২০ টন ত্রাণসামগ্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দর অবতরণ করে।  এ পর্যন্ত মোট ১৪টি বিমানযোগে সর্বমোট ২২৮ দশমিক ৭ টন ত্রাণ সামগ্রী চট্টগ্রামে এসে পৌঁছেছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ