মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


চাল কিনে সরকার মিয়ানমারকে হত্যাযজ্ঞে উৎসাহ দিচ্ছে: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমার থেকে কেনায় সরকারের তীব্র সমালোচনা করলো বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের সমালোচনা করে বলেছেন, এক লাখ টন চাল কিনে সরকার ঘাতকদের উৎসাহিত করেছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা জজকোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘নাফ নদীর পানিতে আজ পানির রঙ নেই। নাফের পানি আজ রোহিঙ্গাদের রক্তের রঙ। আর সেই রক্তের ওপর দিয়ে লজ্জাজনকভাবে মিয়ানমার থেকে ১ লাখ টন চাল আমদানি করছে সরকার। মিয়ানমারের বর্বর সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গাদের হত্যার এভাবেই প্রতিদান দিচ্ছে ভোটারবিহীন অবৈধ সরকার।’

এ সময়  সরকারের আচরণে ঘাতকরা উৎসাহ পাচ্ছে ও আরও নৃশংস হয়ে উঠছে বলে অভিযোগ করেন তিনি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ