বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


রোহিঙ্গা ইস্যুতে সুশীল সমাজের নীরবতা খুবই লজ্জাজনক: এইচটি ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের ঘটনায় সারা বিশ্ব যখন নিন্দামুখর তখন দেশের সুশীল সমাজের নীরবতা খুবই লজ্জাজনক।

চ্যানেল ২৪ নিউজের সঙ্গে কথোপকথনে তিনি এ কথা জানান।

এইচ টি ইমাম বলেন, ‘সুশিল সমাজের উচিৎ রোহিঙ্গাদের পক্ষে কথা বলা। কেউ গুম হয়ে গেলে হুট করে তারা নানান কথা বলার জন্য তৈরি থাকেন। কিন্তু দেশের এত বড় একটা সমস্যা যাচ্ছে তা নিয়ে আমি দেখছি না কেউ কোন কথা বলছে। তাদের একটি বিবৃতিও চোখে পড়ছে না।’

এইচ টি ইমামের মতে, এর আগেও মিয়ানমার সরকারের কারণে রোহিঙ্গারা এদেশে এসেছে। আর আলোচনার মাধ্যমে ফেরতও নিয়েছে মিয়ানমার। তবে এবারের বিষয়টি গভীর ষড়যন্ত্রের।

তিনি বলেন, ‘যেভাবেই হোক বাংলাদেশ, মিয়ানমার এবং ভারত একত্রে মিলে সমস্যাটা সমাধান করা যায়। কারণ ভারত সীমান্তেও এমন সমস্যার অংশ আছে।’

সুশীল সমাজের নীরবতা দ্বীচারিতা ছাড়া কিছুই না, উল্লেখ করে রোহিঙ্গা প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এরা এই দেশের মানুষদের নিয়ে বেশি কিছুও বলতে পারে না, আবার দেশের স্বার্থেও কোন কথা বলে না।

ভিডিও

https://www.youtube.com/watch?time_continue=63&v=fmM48kt0auM


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ