বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫


ইসির সংলাপে অংশ নিচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, পেছানোর আবেদন ইসলামী ঐক্যজোটের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের ধারাবাহিকতায় আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংলাপে বসছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

১২ সেপ্টেম্বর সকাল ১১টায় নির্বাচন ভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশগ্রহণ করবে।

আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছে দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

মাওলানা মাহফুজুল হক বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় দাবিগুলো উপস্থাপন করবো।’

বাংলাদেশ খেলাফত মজলিসের দাবিগুলোর মধ্যে রয়েছে, দলীয় সরকারের পরিবর্তে অস্থায়ী সরকার, সংসদ ভেঙ্গে দেয়া ও নির্বাচনের এক সপ্তাহ পূর্ব থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পযন্ত সেনা মোতায়েনের দাবি করবো। ইত্যাদি।

অন্যদিকে বিকেল ৩টায় িইসির সঙ্গে নির্ধারিত বৈঠক পেছানোর আবেদন করেছে ইসলামী ঐক্যজোট। ইসি আবেদন গ্রহণ করেছে। তবে এখনো সময় জানায় নি।

দলের যুগ্ম মহাসচিব মাওলানা আহলুল্লাহ ওয়াসেল আওয়ার ইসলামকে জানান, ‘দলের চেয়ারম্যান ও মহাসচিব অসুস্থ থাকায় আমরা বৈঠক পেছানোর আবেদন করেছি। ইসি আমাদের পরবর্তীয় সময় এখনো জানায় নি।’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ