মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫


বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গাদের নিবন্ধন করা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমারের সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিতে আসা রোহিঙ্গাদের নিবন্ধনের আওতায় আনতে যাচ্ছেন সরকার। এ লক্ষে রোহিঙ্গা প্রবেশের ১৭টি পয়েন্টে শুরু হবে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন।

শুক্রবার কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মিয়ানমার সীমান্তবর্তী ১৭টি পয়েন্টে স্থানীয় পাসপোর্ট অফিসের সহায়তায় বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম শিগগিরই শুরু হতে যাচ্ছে। রোহিঙ্গা বিষয়ক নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

খালেদ মাহমুদ জানান, ইতিমধ্যেই জেলা প্রশাসক কার্যালয়ে রোহিঙ্গা বিষয়ক একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ২০১৬ সালের শুরু থেকে যেসব রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে তাদের বয়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা হবে। এজন্য ১৭টি পয়েন্ট সনাক্ত করা হয়েছে।

এসব পয়েন্টে তাদের ডিজিটাল নিবন্ধন করা হবে। এজন্য স্বেচ্ছাসেবকও নেয়া হবে। এছাড়া গতকাল থেকে রাস্তায় থাকা রোহিঙ্গাদের ক্যাম্পের ভেতর নিয়ে যাওয়ার উদ্যোগের কথাও জানান তিনি।

এদিকে প্রতিদিনের মতো শুক্রবারও সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে রোহিঙ্গারা।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ