মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কাশিয়ানীর বরাশুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ওসি একে এম আলীনূর হোসেন (পিপিএম) জানান, নিহতদের মধ্যে দুইজন নারী ও চারজন পুরুষ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেবা গ্রিনলাইনের একটি নৈশকোচ ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুরের দিকে যাচ্ছিল। বরাশুর এলাকায় ঢাকাগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাসের ছয় যাত্রীর মৃত্যু হয়।

ওসি জানান, আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছে।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ