মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালান হচ্ছে: খেলাফত মজলিসের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা মানুষ। নাগরিক অধিকার সকল মানুষের মৌলিক অধিকার। কিন্তু মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব ছিনিয়ে নিয়ে মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা চালান হচ্ছে। মিয়ানমার সেনাবাহিনীর এ জুলুম নির্যাতনে সায় দিচ্ছেন অং সান সুচি। আজকে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এসব শরনার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। মানবিক সহায়তা প্রদান করতে হবে। একই সাথে তারা যাতে আরাকানে ফিরে গিয়ে নিরাপদে বসবাস করতে পারে সেজন্যে কূটনৈতিক তৎপরতায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে হবে।

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বাদ জুম্মা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে হাউজ বিল্ডিংয়ের সামনে ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন খেলাফত সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, বায়তুলাল ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ মিজানুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মো: আবদুল জলিল, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক, ঢাকা মহানগরীর সহসভাপতি ডাঃ রিফাত বিন মালিক, মোঃ জহিরুল ইসলাম, প্রকৌশলী আবদুল হাসিজ খসরু, ইলিয়াস আহমদ, হাজী নূর হোসেন, মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, হুমায়ুন কবীর আজাদ, মাওলানা ফারুক আহমদ, আলহাজ্ব হারুনূর রশীদ, আমীর আলী হাওলাদার, ডাঃ আবুল কামাল, এডভোকেট সৈয়দ মুহাম্মদ সানাউল্লাহ, মোঃ আবুল কালাম প্রমুখ।

সভাপতির বক্তবে শেখ গোলাম আসগর বলেন, অবিলম্বে রোহিঙ্গা মুসলিম নিধন বন্ধ করতে হবে। রোহিঙ্গাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে। আরাকানের মুসলমানদেরকে স্বাধীনভাবে বসবাস করার ব্যবস্থা করতে হবে। এ জন্যে বাংলাদেশে জনগণ মজলুম রোহিঙ্গাদের সাথে আছে।

সমাবেশের পূর্বে এক বিরাট বিক্ষোভ মিছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড় হয়ে হাউজ বিল্ডিংয়ের সামনে সমাবেশে মিলিত হয়।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ