শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় সবই করবে তুরস্ক: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আবারও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের জন্য বাংলাদেশের দরজা খুলে দেওয়ার আহবান জানিয়েছে তুরস্ক। আর এতে বাংলাদেশের যে অর্থ খরচ হয় তা দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাবিশ উগলু।
আনাতলিয়া প্রদেশে ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি আয়োজিত ঈদ উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, ‘আমরা ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মাধ্যমেই এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। এ বছরই রাখাইন রাজ্যের সংকট নিয়ে ওআইসির একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সমস্যার একটি স্থায়ী সমাধানে যা করা দরকার করব।’
তিনি আরও বলেন, বিশ্বে এমন কোন মুসলিম দেশ নেই, যারা মায়ানমারে ঘটে যাওয়া গণহত্যার বিরুদ্ধে তুরস্কের চেয়ে বেশি উচ্চকণ্ঠ। মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে তুরস্ক বিশ্বের দ্বিতীয়তম অবস্থানে রয়েছে।
তুর্কি পররাষ্ট্রমমন্ত্রী ইতোমধ্যে জাতিসংঘের সাবেক মহাসচিব ও রাখাইন-কমিশনের প্রধান কফি আনানের সাথে এ বিষয়ে টেলিফোনে আলোচনা করেন।
দৈনিক সাবাহ থেকে মুজাহিদুল ইসলামের অনুবাদ


সম্পর্কিত খবর