শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে ঈদের দিনেও মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারের আরাকানে মুসলিম রোহিঙ্গাদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে ঈদের দিনে মানবন্ধন করেছে ‘সভ্যতা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করে সংগঠনটি।

মানবন্ধন থেকে রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানানো হয়। গণহত্যা বন্ধে মিয়ানমারের নেত্রী অংসান সুচির পদক্ষেপ গ্রহণ না করায় তার সমালোচনা করা হয় এবং তার নোবেল ফিরিয়ে নেয়ার জন্য নোবেল কমিটির প্রতি আহবান জানান সংগঠনের নেতারা। একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘনের দায়ে সুচির সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়।

মানবন্ধন আয়োজনকারী সংগঠন সভ্যতার প্রধান নির্বাহী সিইও সাকিল হাসানের বরাত দিয়ে ঢাকা টাইমস জানায় , রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে এ মানবন্ধনের আয়োজন করে তারা। পবিত্র ঈদুল আজহার দিন বিশ্বের মুসলমানদের জন্য শান্তি কামনা করে এই মানববন্ধন করা হয়।

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ