সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

ঢাবিতে এক আসনের বিপরীতে ৩৯ আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ (স্নাতক) সম্মান শ্রেণীতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া মঙ্গলবার শেষ হয়েছে। রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আবেদন প্রক্রিয়ার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা যায়, এবার শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের সাত হাজার ১২৩টি আসনের বিপরীতে দুই লাখ ৭৭ হাজার ৭১৫ জন ভর্তিপ্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন।

এ হিসাবে প্রতি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৯টি (৩৮ দশমিক ৯৮)। এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিটের এক হাজার ৭৬৫টি আসনের বিপরীতে ৯১ হাজার ১৪৩ জন, কলা অনুষদভুক্ত খ-ইউনিটের দুই হাজার ৩৬৩টি আসনের বিপরীতে ৩৩ হাজার ১৬৪ জন, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ-ইউনিটের এক হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৯ হাজার ৯৫৪ জন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সমন্বিত ঘ-ইউনিটের এক হাজার ৬১০টি আসনের বিপরীতে এক লাখ তিন হাজার ২৮২ জন এবং চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ২০ হাজার ১৭২ জন আবেদন করেছেন।

ভর্তি অফিস আরও জানায়, ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ নির্ধারিত ভর্তি পরীক্ষার ফি ৩৫০ টাকা জমা দেয়ার শেষ তারিখ আজ। ‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে আজ বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ‘ক’, ‘খ’, ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১২ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।

উল্লেখ্য, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৬ সেপ্টেম্বর শনিবার, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২৩ সেপ্টেম্বর শনিবার, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর শুক্রবার এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে।

-এজেড


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ