শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


গাজা সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব; স্বাগত জানিয়েছে হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বুধবার গাজা সফরের কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস অবরুদ্ধ গাজা উপদ্বীপে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের প্রস্তাবিত এ সফরকে স্বাগত জানিয়েছে। খবর পার্সটুডের

হামান আহ্বান জানিয়েছে, গাজার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের আরোপিত অমানবিক অবরোধ তুলে নিতে তৎপর হওয়ার জন্য।

ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত অবরোধে গাজার জীবন মান ক্রমেই নিচে নামছে এবং ফিলিস্তিন-ইসরাইলি সংঘাতের প্রেক্ষাপটে এ সফর করতে যাচ্ছেন গুতেরেস। এক বিবৃতিতে এ সব কথা বলেন হামাসের মুখপাত্র ফাওজি বারহুম। বিবৃতিতে এ সফরকে গাজার বিশেষ জন্য বিশেষ মর্যাদার ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন হামাস মুখপাত্র।

আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনে গাজার বিরুদ্ধে অব্যাহত অবরোধে গভীর হতাশা ব্যক্ত করেন তিনি। গাজাকে বিশ্বের সবচেয়ে বড় ‘খোলা কারাগার’ হিসেবেও উল্লেখ করেন তিনি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ উপদ্বীপের ওপর আরোপিত অবরোধ তুলে নিয়ে বিশ্বের সবচেয়ে বড় খোলা কারাগারে বসবাসরত ২০ লাখ ফিলিস্তিনির দুর্ভোগের ইতি ঘটাতে সম্ভব সব কিছু করবেন গুতেরেস।

এ ছাড়া, ইহুদিবাদী ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে জাতিসংঘ মহাসচিবকে সাক্ষাৎ করার আহ্বানও জানান তিনি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ